রবীন্দ্রনাথ
ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর
আগুনের
পরশমণি
ছোঁয়াও
প্রাণে

রচনা: সুরুল ১১ ভাদ্র ১৩২১ (২৭ অগস্ট ১৯১৪)
এ জীবন পুণ্য করো দহন-দানে

গীতালি


আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
এ জীবন পুণ্য কর দহন-দানে॥
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার ওই দেবালয়ের প্রদীপ করো--
নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে॥
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথায় দেখবে আলো--
ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব-পানে॥


গীতবিতান পূজা ২১২,
বিশ্বভারতী ১৩৮০ সং পৃ ৯৪ থেকে সংগৃহীত
গীতালিতে শেষে অন্তরা আছে
পঙ্‌ক্তিবিন্যাস এবং যতিচিহ্নেও তারতম্য আছে